ফোকলা দাঁতে চাবলে মুড়ি
হেসেই খুন মাসীর খুড়ি
বলেন তিনি,  লাগছে গলায় সুড়সুড়ি
তবুও তিনি লক্ষ বারেই খাবেন মুড়ি।।


বলেন তিনি,  মুড়ির সখা গরম বালি
গরম বালির কোলে শুয়ে ধানফুটে হোচ্ছে মুড়ি !!
মানেন তিনি, ধানের মুড়ির অনেক গুন
রোজ সকালে মুড়ি খেয়েই ধরেন তিনি সুলতানি ধুন।।


ঘোষনা করেন, আন্দোলনে নামতে হবে
সবাই এখন দুবেলাতে মুড়িই খাবে
বলেন তিনি, মুড়ির গুনের নাইকো শেষ
দেশবাসীকে বুঝতে হবে, সাস্থ রক্ষায় মুড়িই বেশ।।


মুড়িই পারে গড়তে দেশ, মুড়িই দেবে গ্রীন পরিবেশ
বেকার যাবে, জুটবে কাজ সবার হাতে
বেশী বেশী ভাজলে মুড়ি, আসবে টাকা ঝুড়ি ঝুড়ি
সুখের বাঁশী বাজবে ঘরে, হবে সকলের গাড়ি বাড়ি।।


ধন্য মাটির সোনার ধান, পুরাবে সকল মনস্কাম
মুড়ির প্রজেক্ট মাস্টার প্লানে, ব্যয় বরাদ্দ কয়েক গুনে
লেখা পড়া শিখলে হবে !  মুড়ির লোন সরকার দেবে
বালি, কড়াই, কাঁচা ধান, লোন নয়, সরকারি সব অনুদান।।


মুড়িখায় দাদা, দিদি, অম্বুলে বুড়ি,  ছেলে, বুড়ো, কচি, ধাড়ী
মশলা মুড়ি ট্রেনে বাসে, খাচ্ছে সবাই রসে বসে
নিন্দুকেরা কাটুক ছন্দ, মুড়ি নয় শিল্প মন্দ
মুড়ি-মুড়ি-মুড়ি, ধানের থকেই মুড়ি, শিল্প হবে তাড়াতাড়ি।।