ত্র্যহস্পর্শে জন্মিয়াছি ধরায়, ভাবিনা, কখন কি হবে
সময়ের সালিয়ানায় জীবন পাত্র রাখি ভোগে
অসময়ে ফোটা গোলাপেই আমার বেহস্ত সুখ  
মথিত গোলাপের কান্নায়,  সুখে ভরেওঠে বুক  
সুখ কিনি, সুখ পোড়াই হিসাবহীন বিত্ত-বৈভবে  
উড়িয়ে দিই সময় পোড়া ছাই, অনায়াসে-অট্টহাসে      
প্রতি রাতের নগ্নশরীরে জ্বেলে দিই বিষের উত্তাপ  
একই পাত্রে দুইবার মেটেনা তৃষ্ণা, পদ্মপাতা চির নিস্পাপ
প্রতিপদে – ক্ষণে এই আমি আলাদা, চেতনায় অনুভবে
কুছপরোয়া নেই,  যাব কোথায় বেহস্ত বা দোজাখে
কি হলে, কি হবে, আগে না পিছে, হেরে যাইনা ভেবে
ভোগের মাত্রা হয়না, ভেসে থাকি, আরো, আরো ভোগে
বিশ্বাস সিলভার টনিকেই, গুরুভার পরিবর্তিত লঘুপাকে  
সব ঠিক হয়ে যাবে, আমি কি ডরাই সখা ঊর্দির পরাভবে !!


১৮।০১।১৬