আর পারিনা,
সেই কবে থেকে, শুধুই লড়াই করে মরছি
সুখের আশাতে বাক্যের কশাঘাতে যন্ত্রনা যত সইছি
দশকের পর আবার দশক, আরো দিন যায় হয়ে পার
পিছু পিছু হাঁটি, তবু দেখা নাই, হয়েছে অস্থি-চর্ম সার
ভাবি, সব কিছু ছেড়ে পালিয়ে যাবো, তবু মোহ পিছু টানে
ফিরে তাকাই, মোহ হাসে, অপলকে দেখি অচল পয়সা পানে।।


এটা চাই, সেটা চাই,  লম্বা হয়ে ওঠে লিস্টি
ভাবি, একবারে জানলে ভালো হতো বড়, হেসে বলি মিস্টি
মনে মনে জানি,  আর আশা নেই, হয়েছে প্রায় তামাদি
যা ছিল, তা গেছে, সামান্য যা আছে তাতেও হবেনা সৃষ্টি
তবু ঐযে, আশা দিদিমনি, কানে কানে বলে, এবারেই হবে
থেকনা বসে মিছা মিছি, আহা কদিন বাঁচবে, আর কাজের সুযোগ পাবে !!


কানে কি শোননা! নাকি অন্ধ হয়েছ চোখে,  কি হবে গতি
বসে বসে আছো, গাল ভরা কত কথা, শুধুই করেছ ক্ষতি,
মনে মনে ভাবি,  ছেড়ে দেনা মা, অন্তত কেঁদে বাঁচি
পড়ে সময়ের ফাঁদে, মনটাই কাঁদে, প্রেমে ভন ভন মাছি
যৌবন ভেঙ্গে, জোছনা দিয়েছিলা্ম, হিমবাহ গলা পানি
কেবা রাখে মনে, দেখেছি জনে জনে, সব কাপালের দোষ মানি।।


গোলাপী প্রেম, এখন হয়েছে বাসি পাউরুটি, চাইনা একটু ও ফ্রী,
যতটুকু আছে, গায়ে টায়ে লেগে,  সেটা যদি কেউ নিতে চায়  
মুক্তির দক্ষিনা সহ দিয়ে দিতে পারি ।।