সব পরিচয় হারিয়ে গিয়েছে, এখন শুধুই চিন্ময়ী - বেওয়া
যেন বুনোগন্ধ মাখা আদিম অরন্যে এক শুঁড়ি পথ
সামান্য সময়ের ব্যবধানে হারিয়ে গিয়েছে সব
শুকনো পাতা, লতাগুল্মের ঝোপ, মাকড়ের জালে
দুর্ভেদ্য রহস্যে ঘেরা ভাগ্যের দিনপঞ্জীতে ।।


সুখদা, মানদা, সবেরা, মিতা, এদের গোত্র এখন বেওয়া
এদের মালিক নেই, হারিয়েছে সামাজিক পরিচয়
দু-কুলের কোন দিশা নেই, সরকারি নথিতেও বেওয়া
প্রকৃতি প্রদত্ত ক্ষুধা আর অবয়বই বাঁচিয়ে রেখেছে মানুষ নামে
কেউই পরিচিত ছিলনা আগে, আজ হয়েছে, সমাজের পথে ঘাটে।।


চাল-চুলা, সংসার, সন্তান, হাসি, কান্না, সবই ছিল
সময় সব নিভিয়ে দিয়েছে, এখন চাপ চাপ আঁধারে
মাটিতেই পড়ে থাকা তেলশূণ্য মাটির পিদিম, কেই বা খবর রাখে
ভাগ্যের দরবারে এখনো কাজ বাকি, প্রতি সকালে বুকবাঁধে
পথে নামে, কখনো একা, কখনো দল বেঁধে, চিন্ময়ী রুপে।।