সমানে খোলা আকাশ, দুরন্ত নীলে স্বপ্ন ভেসে যায়
দিগন্তের সবুজ রেখায় মিলে মিশে একাকার মন
নিস্তরঙ্গ জীবন মাঝে খাওয়া, বেঁচে থাকা, শুধুই আকাশ দেখা
মন  অদম্য নেশায় উড়তে চায়, সূর্যকে সাক্ষী রেখে  
কালের অদেখা নিয়মে বয়ে গেছে সময়, অদৃশ্য খাঁচায়।।


ফেলে আসা সময়ের ভাবনায় , মন এখন আর কাঁদেনা
এখন শুধুই বর্তমান আর মোহিনি আকাশে গোধুলির সূর্য
বাতাস কানে কানে কথা কয়, ও পাখা ঝাপটায়, তবু উড়তে পারেনা
মুহুর্তে ভুল ভাঙে, বয়ে যাওয়া সময় ফেরেনা তা বুঝতে পারে
উদাস চোখে  সুদূর ভাসে,  ভাবনার হদিস মেলেনা ।।


দিন যায়,  বিবর্ণ মুহুর্ত গুলো একে একে মুখ তুলে দেখে
হয়ত খুঁজছে - গত কালের, আজকের অথবা আগামীর পথে পথে
ছড়িয়ে থাকা জীবনের অনু,  মাটির কনায় কনায়,
নিরাশার দীর্ঘ ছায়া দীর্ঘতর হয় সময়ের  ক্ষণে ক্ষণে
মুঠো মুঠো সবুজ হাসি হারিয়ে গেছে মানে-অভিমানে।।