আতঙ্ক
থাকলে মাথায় দাদা-দিদির হাত
শালা, কাঁপিয়ে দেব  আকাশ পাতাল
গলাটাই পুঁজি আমার, লোকে গেঁড়া নামেই চেনে
না বোলবে সাধ্য কার, বদলে দেব বেঁচে থাকার মানে।।


ভাগ
রাস্তার মোড়ে মোড়ে, বসেছেন শনি জী, বড় বাবা
বোলছেন, দেখেছিস ফল ? চালিয়ে যা, চালিয়ে যা
পাক্কা কথা ৪০-৬০, মানুষ লোভি, কামিয়ে খা, কামিয়ে খা।।  


শান্তি না অর্থ চাই
আরে দাদা অনেক ঠকেছেন, ঠাকুর হয়েছেন
লোকাল ট্রেনের কামরায় হাঁক ডাক হকারের
নিয়ে যান বিনে পয়সায় শান্তি আপনার হাতে
অর্থ নিলে মূল্য ১০টাকা, ফল এক মাসে।।


মায়া
রাজা- রাণির  মায়া মায়া মজলিশে
দিচ্ছে বিধান, ঘিরে থাকা পার্ষদে
ন্যাংটো রাজা- অন্ধ রাণী, করছে তারিফ অট্ট হেসে
জ্ংলি মুলে - কেন্দু -শালে সহজে নাকি পুষ্টি মেলে
এর বেশি আর কি দরকার ? ভুলবে গরীব বেশি পেলে ।।