বেহাগ যদি হয় বিবাগী, রাতের তবে কি দাম বলো
লক্ষ তারায় ভরলে আকাশ - মেলে কিগো চাঁদের আলো
কাঁচ দিয়ে কি যায়গো গড়া প্রেমের বাসর ঘর
ভালোবাসার পানশালাতে, জেন কেউ কারো নই পর ।।


সারেঙ্গীটা গুমরে কাঁদে - রাত পোহানোর ব্যাথায়
অনেক কথার শেষেও  কি  প্রেমের শেষ হয়
মেহেন্দী রাঙা ঐ আঙ্গুলে ফুটিয়ে গোলাপ কাঁটা
কোন দোষেতে ছেটাও কালি প্রেমের রঙিন পাতায়।।


ভালবাসা ডুকরে ওঠে, বেহাগ যদি হয় বিবাগী
চাঁদের সোহাগ ঢাকলে মেঘে, জীবন যে হয় শুধুই ফাঁকি
তপ্ত রোদে শুকায় গোলাপ নিয়ে অনল জালা
অনুভবের রং জাগে কি, ভরলে জলে আঁখি ।।

জলসাঘরের এই কটা রাত, জেন অনেক দামী
নেশায় জড়ানো হৃদয়, চায় মোহাব্বতের পানী
চোখ যদি সে আসেই বুজে, পরে প্রেমের কাজল
তুমি না হয় মাতাল বোল, তাতেই খুশী আমি।।