উৎসব, যদি হয় এক মিলিত উদ্যোগের সফল রুপ
হলেও সে কল্প কথা, সু-কৌশলে বিছানো সে, মানসে হয়নি বিরুপ
অতীত থেকে বর্তমান, হলেও কিছু পরিবর্তন, দৃষ্টি নন্দন
যুগ-থেকে যুগান্ত বয়ে নিয়ে চলেছে, না জেনেই কতটা সত্যের বন্ধন
এখনো থামেনি বর্বর প্রথা, প্রাণ যায় কত শত অবলার
লাভের কথা না জেনেই, না জেনেই, ঠিক কোথায় দোষ তার ?


অনার্য ভূমিতে যে দিন উড়েছিল প্রথম ইউনিয়ন জ্যাক - ন্যায় !
প্রভু-ক্লাইভের সম্মানে হয়েছিল এই উৎসব অবলার রুধির বন্যায়
১০৮ অবলা আর অনার্য অসম্মানের ধারায়, যেন অন্যায় নয়
বাবু কালচার - আর তোষামুদি যেখানে মুখ্য, সেখানে ছিলনা ন্যায়
ফুর্তির উপকরন, সুরা-অনার্যা রমনী, আরো কত অপ্রকাশিত উপচার
ব্রাত্য - সেই অনার্য, যাদের ভূমি, তাদের ছিলনা কোন অধিকার।।


হায়রে সভ্যতা, হায়রে মানবতা -ক্ষমতার পদ লেহনই কি সত্য
সাজানো মুখোশে দেঁতো হাসি রাশি রাশি ! মানবতা এখানে ব্রাত্য
জাগো বন্ধু জাগো, মুক্ত হোক এই দশা, জেন এ নয় কোন উৎসব  
এ তোমার জীবন, নয় গো বাবুদের মুঠো মুঠো জলসার কলরব
ভাগ্যের নীরে ভাসি, ভাবিবে কি বসি ?  খুঁজিবেনা পথ অন্য !
বুকে হাহাকার, দীর্ন মন, বিশ্বগ্রাসি ক্ষুধায় চাই-ই যে দু মুঠো অন্ন
বন্ধু জাগো, সাম্মুখে তাকাও, নিতেই হবে নব উদ্যোগ, ভুলি ভেদাভেদ -মতবাদ
জল-স্থলের নিশ্বাস হরি, এস পথে নামি, করি অশিক্ষার প্রতিবাদ।।