বোয়েই গেল, কথার পরে আসে কথা,
জ্ঞানের কথায় কান দিওনা
দিনের শেষে জিতছে কে
সেটাই হল আসল সত্য
নিন্দে মন্দ বেয়াদপি
আমরা ও সব মানছিনা।।


মানুষের মন, ভুলতে লাগে কতক্ষন
থাকবে বশে, তোমার পাশে
উপঢৌকন বা ডান্ডা দেখে
বোকারা, নাই জানতে পারে
দোষ টা আমার হল কোথায়
যেমন রোগ, ঔষধ তেমন।।


দানা ছড়ালে আসবে পাখি, এটাই হল আপ্ত বাক্য
কার টাকা, কিসের টাকা,
এ সব কথা বোকা বোকা
টাকাতে কি নোংরা লাগে
আসল কথা, কতটা পড়ছে ভাগে
গুলিয়ে দিয়ে মঞ্ছ কাঁপাও
সেটাই হবে সত্যি কাব্য।।