গিরিরাজ তনয়া তিনি সদা গিরি ভ্রমেন
তারি মাঝে রাম রাজ্যের নানা ছবি আঁকেন
আকুল হইয়া ওঠেন আজ নাহয় কাল
কর্মবলে সমতলে তিষ্ঠে ক্ষনকাল
নিন্দে কিবা আসে যায়, কেই বা নেবে পাঙ্গা  
নামেই জেন সবই হয় – বাজিয়ে রন ডঙ্কা।।


দশহস্ত আছে কিনা, গন-দেবতারাই জানে
দানবেরা নিন্দার দুত সর্ব লোকে মানে
দশম মহাবিদ্যা যাঁর থাকে করতলে
কালের আগেই গোচর হয় মুষ্ঠি-শেলের কলে
কালের কলে হয় দেখি নানা রং, সুচনার বণ্যা
দিনের আলোয় ঝাপসা সবি, কাব্যের দোতনা।।


দামাল ইচ্ছে গুলো গড়ে স্বপনের ইমারত
উঠলেও নানা কথা, লাভের কথায় হয় সহমত
তিন ভুবনে নেই যে কোন অজানা সে বিষয়
সর্বভূতে তিনিই বিদ্যা-অবিদ্যা আপন মহিমায়
শক্তির মহিমায় চালান এক-মালিকি কারবার-সংসার
শম্ভু-নিশম্ভু চলে তাঁর ঈশারায়, ইয়াদ রাখে মেরা দুনিয়াদার।।