আমার তখন তেইশ বছর বোধহয়
তোমার ও ছিল কাছাকাছি
বৃষ্টি ভেজানো শরৎ গোধুলিতে শুধালে আমায়
আমি কি রাজি,  হতে তোমার পথের সাথী
স্বপ্ন জড়ানো গঙ্গা মাতানো গোধুলি বেলায়
হাতে হাত রেখে নীরব চাহনিতে
বুঝিয়ে ছিলাম আমি রাজি
সেক্ষণ আজো চির সবুজ, ধূসর হয়নি স্মৃতি।।


ঝর্ণা ঝরানো হাসিতে মুড়ে, বোলেছিলে ভালবাসি  
তোমার কবি বাঁচিয়ে রেখেছে সে স্মৃতি
মনে হয়নিতো, প্রেমের সে মালা হয়েগেছে আজ বাসি  
হয়তো হয়নি একসাথে চলা, রাতের বৃষ্টিতে মাখা-মাখি
জীবন পথের বাঁকে বাঁকে আজো, তোমাকেই আমি খূঁজি  
জানতে চায় যে মন, কেমন আছো, হয়েছ কি অনেক খুশি
কবিতা গুলো, শুধু তোমারই খোঁজে আজো পাখা মেলে  
তোমার কবিকে যাওনি যে বোলে, কবি - আমি আসি।।