মন কেমন কেমন করে,
তোকে দেখছি নদীর পারে  
ফাটছে  চাঁদি এই পারেতে
দাঁড়িয়ে তোরি অপেক্ষাতে।।


আয়না তরা এই পারেতে
মনটা শীতল করি
তোকে জড়িয়ে ধরে বুকের মাঝে
সর্দি-জ্বরেই মরি।।  


বন্য নুপুর বাজাস শুনি  
ঐ পাহাড়ের কোলে
আয়না, ঝুমুর ঝুমুর নেচে দেখা  
আমার টিনের চালে ।।


এ তোর কেমন ধারা,
কি আছে যে মনে  
উথাল এ মন ভেবেই আকুল
নূতন কাশের বনে।।