নীরবে দাঁড়িয়ে আছি অসীম আকাশ তলে
বেদনায় নীল- মনের আকাশ ছুঁয়ে  
মিশে গেছে দুই প্রান্তে অনেক দূরে
অনেক অনেক চেনা এই স্বপ্নের আকাশ
এখন যোজন বিস্তৃত, নাগাল নেই দুহাত মেলে  ।।


দুই প্রান্তেই কুয়াশা আঁচলে ঢাকা আবেগ
মাটি ছুঁয়ে কিসের অপেক্ষায় কে জানে
আমিও জানিনা, কত কাল-পর উত্তর আসে
ছায়া পথ ছুঁয়ে থাকা ইথার তরঙ্গে ভেসে
অন্ধকার ঠেলে – অনুভুতির সুক্ষ প্রবাহে।।


নাকি আরো দূরে, চির অন্ধকারে হারিয়ে যাবে
সকল ত্যাজি, দ্বিধাহীন চিত্তে অরণ্যের আদিমতায়
নিজেকে মুক্ত করতে করতে, ভাল্লাগেনা –ভাল্লাগেনা
তোমরা থাকো, ভালথাকো, আমায় অনেকটা যেতে হবে।।