যদিও ভাদর, তবুও আজ বেশ পরিস্কার আকাশ
মধ্য রাতের নীরবতা ভেঙ্গে দু একটা রাত চরার ডাক
পাতলা চাদরের মত মেঘ, উড়ে যায় ইচ্ছে মত
বিরাট  আকাশের বিছানায় - একলা উর্বশী শরীর এলিয়ে  
পূর্ণ যৌবনা পূর্নিমার চাঁদ, উলঙ্গ শরীরের কিরণে প্লাবিত চরাচর
কোন কবি হয়ত রাত জেগে - চুম্বন করে চলেছে অবিরাম
হাল্কা পুবালি বাতাস, কানে কানে বলে, যাও শুয়ে পড় কবি
অনেক হয়েছে রাত, ও লজ্জা পায়না, তুমিও কি ...।।


সন্ধ্যায়, হাল্কা এক পশলার প্রেম এখন পাতায় পাতায়
উতলা হয়ে সেখানেও নেমে এসেছে, আবেশিত উত্তাপে
দখিনের জানালা দিয়ে তোমার বিছানায় পাঠিয়ে দিচ্ছি
যাও শুয়ে পড়, ওর  আদর খেতে খেতে ঘুমিয়ে পড় ।।