আমি মেঘ চেয়েছিলাম, তুমি বৃষ্টি হয়ে এলে
মনের কুঞ্জে দোপাটিরা, দিয়েছে পাখা মেলে
ফোঁটায় ফোঁটায় ভিজেছি,  স্বপ্ন সবুজ বন তলে  
সময় গুনেছি আশায় আশায়, বেদনার কথা ভুলে।।    


পুবালী বাতাসে ঝিরি ঝিরি আবেশে, কেয়ার পরাগ মেখে
নিশিথের বুকে ভাসিয়েছি নাও, সারা রাত জেগে জেগে
তারার আলোয় খুঁজেছি তোমায়, গহীন মনের শুঁড়ি পথে  
বারে বারে ভেবেছি এই বুঝি এলে, প্রেমডোর নিয়ে হাতে।।


ভুল যদি হয় সেও,  একবার শুধু বোলে যেও
নিরবেই লব বিদায়, ভোরের আলো দেখার আগে  
আঁচলা ভরে প্রেম মঞ্জরীর, যতনে কুড়ায়ে ঝরা পাপড়ি
আলোক বর্ষ দূরে  ছায়া পথের চির গভীরে দিয়ে পাড়ি।।