চেতনা - চেতনা-  বন্ধু জেগে আছো ?
তোমাকে ডেকে ডেকে গলা ভেঙে গেল
তোমাকে খুঁজতে খুঁজতে অন্ধকার হয়ে এল
বন্ধু, এ সমাজে তোমাকে ভীষন দরকার, একবার জাগো।।


বন্ধু, চেয়ে দেখ অনাচার-অন্যায়ের ব্যাক্টেরিয়া চারিদিকে
ধেয়ে আসছে লোভের বাতাসে দুরন্ত অবয়বে
অসহায় মানুষ-দিধা গ্রস্ত, শয়তানের অট্টহাসিতে
দিশেহারা মানুষ - সমাজ, চোখের জলে ভিজে ভিজে ।।


লাঞ্ছিতাকেই প্রমাণিতে হয় কিভাবে লাঞ্ছিত সে
সুসভ্য আইনের দরবারে বিচার চায় ক্ষুধার অন্ন বেচে
বোনের সম্ভ্রম বাঁচে ভাইয়ের তাজা রক্তের মূল্যে, পথে ঘাটে
চেতনা, বন্ধু তুমি কি গড্ডলিকা প্রবাহে চলেছ ভেসে ।।


জ্ন্মদাতা-দাত্রীর স্থান হয় রেলষ্টেশন অথবা খোলা ফুট্পাতে
জীবনের শেষপাদে-ছানি পড়া চোখে ভিক্ষান্নে প্রতিদিন বাঁচে
স্নেহের সম্পদ, বুকের পাঁজর, নিজসুখ হেতু - ভুলেছে চেতন
নিজেকে নিয়েই মত্ত - লালসার সমুদ্রে নিত্য অবগাহন।।


ভীতু মানুষের দল - না জানে কোন ছল, তোমাকেই খোঁজে
অনেক কষ্টে, উপেক্ষার তুনে প্রলোভন ভুলে সকাল-সাঁঝে
আশা নিয়ে বাঁচে - চেতনা জাগবেই - যায়নি সমাধি ঘুমে
লক্ষ করাঘাতের শব্দ, একবার জাগো - যদি থাক  ধরাধামে।।