কাজল চোখে বাদল ভরে
তাকাও যদি অমন করে
মনের বাঁধে ধরে ফাটল
বলগো দেখাই কারে ।।


এ হৃদয় বানভাসি হয়
ও রুপের অপার মায়ায়
দুহাতে চাইগো পেতে
দূখ্য পেলেও নেই তাতে ভয়।।


ও রুপের আলোর ছটায়
এ হৃদয় কানায় কানায়
ফোটে যে আশাকুঁড়ি
এ মনের প্রেমের মালায় ।।


হাসি হাসি আকাশ দেখে  
বিষাদের মেঘ কেটে যায়
নাচে মন বাঁচার নেশায়
বলোগো এ মন রাখি কোথায় ।।


ভাঙ্গা গড়ার নিত্য খেলায়
নিশিথের বাঁশির মায়ায়
খুঁজে বেড়াই আতস চোখে
নানা রঙে শুধুই তোমায়।।