সময় বোলছে সব আলো নিভিয়ে দাও
মনের গহীন আঁধারে বসে খুঁজে যাও আলো কোথায়
অন্তহীন ছলে তাকেও নিভিয়ে টেনে আনো নিজের দলে
হিংসা, লোভ, পরশ্রী কাতরতা, এই প্রবৃ্ত্তি  যদি নাই থাকে
তবে মানুষ হয়ে কতটুকুই বা লাভ, জীবন তরী কেন বাও।।


ইনফিনিটি মিথ্যার লেন্সে চোখ রেখে অভ্যাস কর
পারদর্শীতা আসবেই, হতেও পার ক্ষমতার দুত
দুই হাতে চটকে ঘেঁটে দাও আলোর চরিত্র
না হলে সরিয়ে দাও, দোষ নেই কোন, তুমি উপলক্ষ মাত্র
ভাগ্যের হাত বাত গ্রস্থ, হয় আগে বাড়, নইলে মর।।


যতকিছু দেখছ চারপাশে, সব, সব তোমাকেও পেতেই হবে
ধন, সেক্স, মিথ্যা, এই ত্রয়ীর যুগল বন্দী ছাড়া, মানুষ তুমি কি ভাবে
লঙ্কা আর পান্তা ভাতের কথা ভুলেও বলনা, সবাই গেঁও বলবে
যাত্রা শুনবে ! নাকি দামি হোটেলের বল রুমে মধ্য রাতের নাচ
লিভ টুগেদার -দায় হীন সম্ভোগ, নাকি ভেবে যাবে সাত পাঁচ।।


বিবেক-বোধ-সংযম, অভিধানেই থাক, যত প্রাগৈতিহাসিক ভাব,
একটাই পথ,  ভেসে যাও  - ভোগের শেষ দেখতে নেই
সামান্য অর্থে মিলেযায় - উত্তেজক নানা উপকরন, কাজ একই
বোকার লেবেল খুলে, দুরন্ত প্রগতির  দলে পাল ওঠাও
ছাই মেপে কি হবে, হাফ প্যান্টের ছেঁড়া বোতামে, দিন এ ভাবেই যাক।।