প্রথম বসন্ত,  পথ ভুলে ডাক দিয়ে যায়
প্রেমের মানষ কুঁড়ি, নামিয়ে স্বপ্ন ঝুরি
ভালোবাসার মাটি পেতে চায়
শিকড়ের তৃষ্ণা মেটায়।।


দাঁড়ায়ে সাগর পাড়ে  অনেক যত্ন করে
তোলা সে পানী্তে শুধুই আঁচলা ভরে
প্রথম সে দুটি পাতার কভু তৃষ্ণা মেটেনা
গভীরতা তার যায় রয়ে অজানা ।।


প্রথম বরষা দেখে মুয়ুরী পেখম মেলে
বালুচরে জাগে প্রেম নির্মল জোছনায়
জল কুঁড়ি নুপুরে নাচে মন সুরে সুরে
কত সে  সবুজ মনের শাখায় শাখায়।।


কাব্যিক আলো-ছায়ায় দুরন্ত এ পথ
বাতাস লাগে পালে প্রথম অঙ্গীকারে
ভেসে যায় বাঁধনের সুকঠিন মত
স্বপ্নেরা মাথা তোলে মনেতে শপথ।।


প্রথম প্রেমের স্মৃ্তি জাগে মনে নিরবধি
হাসায় কাঁদায় বয়ে যাওয়া জীবন রেখায়
খুশীর যে গোলাপ ফোটে - গোধুলি সন্ধ্যায়
সেই তো যায় ভেসে কখনো বা চোখের পাতায়।