এমন একটা প্রলয় আসুক
যেন  হিংসার হয় শেষ, এই শুধু হোক কামনা
লক্ষ মনের ধূসর আকাশে মেঘ কেটে
ফুটুক নতুন কুঁড়ি, হোক হিংসা হীণ জীবনের সুচনা।।


বিষণ্ণ মনের আকাশে জাগুক বোধের নতুন সকাল
সব ভুলে, হাতে হাতে, এস সরাই লোভের কঙ্কাল
অতীতের ধুলো ঝেড়ে  মনের  দৈনতা পিছনে ফেলে
হোক এ পৃ্থিবী মোহময়ী , সন্ত্রাস হীন আকাশে পাখা মেলে।।


নব চেতনের পূর্ণ পাত্র উছলিয়া জয় হোক মনুষত্যের
প্রতি ঘর, প্রতি মনে, ভরে যাক নতুন আলোর ঝর্না
রামধনু রঙে আকাশ রাঙুক, জীবনে ভরুক তরল সোনা
তোমার- আমার কিবা ছিল - কোন হিসাবেই তা যাবেনা গোনা।।


বিষণ্ণ  হৃদয়ে, বেড়েছে কেবল দীর্ঘশ্বাসের আনাগোনা
নিজের ছায়াকেই করি অবিশ্বাস, প্রতি পদে আত্ম প্রবঞ্চনা
ঢেউয়ের ছোবলে ভগ্ন হৃদয়, পাড় ভাঙে সত্বর  
মাটির বাঁধন আলগা হলেই ভেসে যাবে বোধের এ যমুনা।।