সেই চিঠিটা, অনেক যতনে, সঙ্গপনে আছে রাখা
ঋতু যায় ঋতু আসে, ফুল ফোটে ,ঝরেও যায় সময় শেষে
প্রতিদিন, প্রতিপল, পুরানো হয়, সময়ের স্রোতে মিশে
ব্যাতিক্রম, সেই চিঠি, গোটা অক্ষরে, নীল কালিতে লেখা ।।


সময় টা কম নয়,, অনেক বসন্ত, অনেক বর্ষা এসেছে-বিদায়ও নিয়েছে
সময়ের আবর্তনে সবকিছু পাল্টালেও কয়েকটা অক্ষর মাত্র আজো আছে
এসেছে সুখ, আনন্দ,বিষাদ, বন্ধু, প্রেম, সংসার,  যেমন আসে
মানুষ ভুলে যায় কত কিছু, পথ, প্রতিশ্রুতি, কামনার দেহাবশে।।


স্মৃতির হার্ডডিক্সে, অনেক ঘসা-মাজা, পোগ্রামে  পরিবর্তন
তবু সে বর্তমান, পদে পদে  প্রতিহত করে  ভাইরাসের আক্রমন
হয়ত উপায় ছিলনা বা বাড়ির সকলের অ-মত কে সম্মান জানাতে
নিজেকে সরিয়ে, ইচ্ছার বিরুদ্ধে,  শেষ চিঠি লিখেছিল মনের অমতে।।


বিরাম হীন চলায় ক্লান্তি আসে, ঘুম আসে চোখে, মন তবু জাগে
নিভে যাওয়া প্রদীপ, পোড়া গন্ধ ছড়িয়ে বেঁচে থাকে
অন্ধকারের গর্ভে নিজেকে হারিয়ে - প্রাণহীন জড়তার অনুসঙ্গে
হার মেনে, পারিবারিক উপদেশের যুপ কাষ্ঠে,নিজের কোলাজে।।


আমাকে ক্ষমা কর, তোমাকে ছোট করতে পারবোনা কোনদিন
আমি যে  ভালবাসি তোমাকে, খুব  ভালো থেক চিরদিন
দু ফোঁটা চোখের জল পাঠালাম চিঠিতে, হয়ত শুকিয়ে যাবে
কষ্ট পেওনা, শুনো পছন্দের ঝর্নাধ্বনি, অন্ধকারে কান পেতে।।