আমার তখনো শীত কাটেনি, তোর যে ভরা ফাগুন
শরীর জুড়ে ফুলের বাহার  চোখের তারায় আগুন
মুঠো ভর্তি তেঁতুল মেখে টাকনা মেরে মৌতাতে
বসে ছিলি পা ডুবিয়ে ভর দুপুরে, তোদের ঐ শানের ঘাটে
চোখ ইশারায় ডাকলি তুই, গেলাম আমি তোর পাশে
টাকনা দিলি আমার মুখেও তোর ঐ চন্দ্রপুলি আঙ্গুল গুঁজে
দুই দাঁতেতে ধরে আঙ্গুল  যেই দিয়েছি একটু চাপ
চোখে চোখেই করলি শাসন, মুখে যে তোর দুষ্টু ছাপ ।।


গল্প হলো অনেক রকম, বল্লি, খেলবি কানামাছি
তড়াক করে উপর ধাপে গিয়ে, তুই বলে দিলি রেডি
ওঠার আগেই, পিছন থেকে জাপ্টে ধরে চুমা দিলি পিঠে
ঘোরের মাঝে আমি তখন, ভাবছি দুপুর এত মিঠে
ছেড়ে দিয়ে বল্লি তখন, তোকে দিলাম, এবার আমায় দে
সামনে ঘুরে, তোর ইশারায়, কামড় দিলাম তেঁতুল মাখা ঠোঁটে।।


এরি মাঝে কখন যেন, তুই ফ্রকের বুকের বোতাম ছিঁড়ে
বল্লি আমায়, সেফটিপিনটা লাগিয়ে দেনা, তুই না ভীষণ কুঁড়ে
ছোট্ট একটা পিন, হাতের তালু তোর বুকেতে, বল্লি কিছুই বুঝিসনা
কিছু বলার আগেই, তর্জনি তোর আমার ঠোঁটে,  কথা বলিস না
বল্লি আবার, তুইনা ভীষণ পাজী, ভাল্লেগেনা, ধুস - খেলবনা।।