রাখালের চেয়ে ভালো, সেবক কোথায় আছে
গরু বাছুর জানে বোলেই
থাকে কাছে কাছে


কেষ্ট দাদা রাধা মাসি, ভালোবেসে দিয়েছে বাঁশি খান
রাখাল রাজা ফুঁ দিয়ে যায়, দিয়ে জান মান।।


বেল পাকলে কাকের কি, সংবিধানেই আছে
গরীব মরে নানান আশায়
নয়তো কথা মিছে


পরক্ষে কর দিয়ে যায়, বাড়ে দেশের সম্পদ
নিজ ভূমিতে প্রমাদ গোনে,  তকমা জোটে নিখাদ।।


মৌলিক না অ-মৌলিক, কজনেই বা বোঝে
খায় না মাথায় মাখে, খবর কে তার রাখে
নাম সইয়ের ডিগ্রি নিয়ে, বুঝবে কি ভাবে


সফলতার স্বপ্ন লেখা কাগজে কলমে, কত ছবি আঁকা
উপর উপর স্নো-পাউডার, ভিতরে সব ফাঁকা।।


টেমি জালার তেল পায়না ভর সন্ধ্যা বেলা
সাতটাতেই মধ্য রাত, চলে বিষম লীলা
ধন্য হয় বাবু কথায়, হাতে স্বপনের ডেলা


পিপড়েয় খায় সাহায্য ভাতা, আসতে পথে পথে
ধান্দাবাজদের রথ টানে, গরীব মানুষ, জন্মের অভিশাপে।।