এ তোমার কেমন  ত্বর সুখ
সোহাগের কথা শুনেই
আঁচলে মেঘ জমিয়ে
লুকাও কেন মুখ।।

ও - সখি বিনোদিনী
কি কোরে বোঝাই তোমায়
এ প্রাণে বেজেই চলে
ও নামের রিনিঝিনি।।


হোলে তোমার এমন ধারা
হয়ত যাব প্রাণেই মারা
মড়ার উপর খাঁড়ার ঘায়ে
আর দিওনা দুখ
দোহাই আর দিওনা দুখ।।


ও সখি বলোনা, এ তোমার কেমন ত্বর  সুখ।।