চাঁদ দেখাবার ছলে,
মোরে একি দেখাইলে
ঝুটি ধইরা হেঁচকা টানে
কাঁচা ঘুমের মাথা খাইলে।।


মনের মধ্যে হ্যাচর প্যাচর
কিলে কিলে পাকে এঁচোর
কোন কামেই মন বসেনা
এ মন উছাল পাছাল করে
ছালায় এপাশ ওপাশ ঘোরে ।।


কান পাইতা শুনি আঁধারের বাণী
ফিস ফিসাইয়া কয় কে যেন
নোলক দিব, চুপ থাকরে মনি
বাতাসে বয় চূড়ির রিনি ঝিনি।।


বাঁশের বেড়ার এপার ওপার
মন কি থাকে বাঁধা
ফাগুন রাতে লাগলে আগুন
কঠিন হবে সাজা।।