বোলে দিলেই চিনবি তবে !
এ তোদের  কেমন তর বাহানা
যে যেখানে দাঁড়িয়ে আছিস
পরিচয়  কি  সত্যি তাহার জানিস না !!


নিজ জ্ঞানের নিভিয়ে আলো, খুঁজিস তারে
নিয়ন আলোর বিজ্ঞপনেই,  উড়িয়ে ফানুষ প্যাঁচ মেরে
হাজার কথার ছল ছলনায়, নানা রং নানান মুখোস
ভুলে যাস স্বত্তা তাহার, যাস হারিয়ে তোরাই মানুষ ।।


দিন আসে যায়,  এটাই নিয়ম জাগতিক
একটা তারিখ দিলেও লিখে, কারনটা তার ব্যবসায়িক
বিশ্ব জুড়ে বেচা-কেনা, চোলছে হাজার জাল বোনা
সেই জালেতেই জড়িয়ে গেলি, হারিয়ে ফেলে বোধ মানবিক।।


নিত্য দিনের হাজার রুপে জড়িয়ে থাকে সুখে দুখে,
ভালোবাসা - সেবার ব্রতে স্বমহিমায় নানান কাজে
পাশেই থাকে নানা ভাবে ,  যোগমায়ার রুপ ধরি
কেবল মাত্র একটা দিনেই করবি স্বীকার - সে শক্তি, সে নারী।।  


মেরী-যশোদা-আমিনা-রাধা- বিশ্বজননী মা সারদা
নিবেদিতা - সেন্ট টেরিজা মুর্তিমতি শক্তি ধারা
দ্রৌপদী , মেনকা, উর্বশী, তিলত্তমা, ঘৃতাচী, রম্ভা
ভারসাম্য রাখতে বজায়, কলুষ নিয়ে বাঁচে- বিষের জালা বক্ষে ধরি
তারিখ দেখেই বুঝতে হবে ! বোলতে হবে শ্রদ্ধা করি, তোমায় নারী ।।