কেন বলতো এমন করে মন
আবোল তাবোল ভাবে সারাক্ষণ
চলছি পথে  দেখছি পাশে পাশে
গুটি গুটি পায়ে, চলছ সাথে সাথে।।


হটাৎ যদি দাঁড়াই, দেখতে নাহি পাই
দূরে সরে তাকিয়ে আছো, কাছা কাছি নাই
এ কেমন তর খেলা - করছ সারা বেলা
কেন বলতো, করছ এমন মেঘ-রোদ্দুর খেলা।।


ঘোড়া ছুটের মাঠে সেই গেছিলাম কবে
ধরে ছিলে হাত  চাঁদ দেখবার লোভে
ভুল ছিল সব, তাই ছেড়েছিলে আশা
পূর্ণিমা নয়, সে দিন ছিল অমাবশ্যা।।


অনেক দিনের পরে নিঝুম পথের শেষে
কেন বলতো তুলছ সুর স্মৃতির ইতিহাসে
ভাঙা ঘরের গোলক ধাঁধায় কিসের নেশায় ঘুরে
জাগছ তুমি ধুলোয় ঢাকা ধূসর আকাশ ফুঁড়ে।।


ভাবছি বসে তাই, এই খোলা আকাশ তলে
তুমি কি সত্যি ভালো নেই, বোলবে আমায় খুলে
ব্যাথা ভাগের দোসর ভেব, নাই বা কিছুই পেলে
লোনা জলে যাবে ব্যাথা, সুখ দিওনা ভুলে।।


কেন বলতো, এমন করে দাঁড়িয়ে নত মুখে
ভাঙ্গা-গড়ার জগৎ মাঝে - সবাই চলে খুঁজে
তিক্ত সে ফল -আলোয় ভরা, সত্য যাহার নাম
ধরবে এ হাত ! বাড়িয়ে আছে - শরনাগতের শ্যাম।।