ফুলের রঙে
সৃষ্টি মাতাল জাগে
মনের সুখে।।


রঙের মেলা
বসন্ত করে খেলা
পাখীর ডাকে।।


ডাক দিয়েছে
নূতন দিনে কুঁড়ি
ঝরা পাতায়।।


স্বপ্ন বাতাস
সবুজ আলিঙ্গন
দৃষ্টি নন্দন।।


কবির মন
করছে গুন গুন
গোধুলি ক্ষণ।।


নূতন মধু
জাগে মধুপ দল
নেইতো ছল।।


প্রাণের ডাক
খুশী মতই পাক
বিরহ যাক।।


মিলন মধু
অধীর হয়ে ডাকে
ঊষ্ণতা খোঁজে।।


চুম্বনে ছন্দ
দোলা লাগে ফাগুনে
নহে সে মন্দ।।


নূতন পাতা
মিস্টি প্রেমের কথা
জাগায় আশা।।


পুরানো দিন
ব্যাথার রিনঝিন
হোক রঙিন।।