পলাশ রঙে জাগলে বনে ফাগুন
বসন্ত বাতাস মেখে মন করে গুন গুন
সখি মনকরে গুন গুন, সখা মনকরে গুন গুন
ভ্রমর পাখায় যায় সে ভেসে, হারায় সুদূরে
বিলিয়ে দিয়ে সবটুকু তার গোলাপ গভীরে
হারায় রিনিঝিনি রিনিঝিনি প্রেমের নুপুরে
শীতের বসন ছুড়ে ফেলে জ্বালায় মনে আগুন
পলাশ ঠোঁটে ঢেউয়ের রাশি মনের মাঝে ফাগুন  ।।


শুঁড়ি পথে রঙের হোলি খেলছে মনে লুকোচুরি
নূতন পাতার লাজুক বেশে ফাগুন বাতাস বেড়ায় হেসে
মন পবনের নাওয়ের মাঝে ভালোবাসার পাল
হারাতে নেই যে মানা নীল সুদুরে মেলে ডানা
মন ভুবনের আকাশ জুড়ে  আশার আনাগোনা
কুল ছাপানো দুই পারেতেই নেইতো কোন আড়ি।।