সূর্যের উষ্ণতা ছাড়া কোথায় কে বেঁচে থাকে বলতো
মায়ের ওম ছাড়া জীবন সে কেমন হয় ভাবতো  
মমতার উষ্ণতায় হাসি ফোটে দু-পাতায়
শিকড় রসদ পায় মাটির গভীরতায়।।


ব্যাকুল দুচোখ যখন জলে যায় ভরে
একটু দেখায় দুহাত তুলে ফেরে শান্তির নীড়ে
জল ভরা চোখের পাতায় স্বস্তির ছায়া
যেন আকুল আঁধার ফুঁড়ে শুধুই আলোর মায়া ।।


শক্তির উৎস ছাড়া জীবন সেযে ছন্নছাড়া
হারমানে সবখানে, হোলেও সে ছোট্ট বেড়া
যার আছে সেই জানে - বাকি সব ভাগ্যহারা
সব থেকেও নেই কিছু,  জীবন - সে মমতা ছাড়া।।


পথ চেয়ে বসে থাকে - খাবার দুহাতে ঢেকে
কান থাকে দরজায় - মন বলে আয় খোকা আয়
গেলি কোথা - এত দেরী -  কেন করিস বাড়াবাড়ি
দিসনা কষ্ট আমায় - আয় বাছা ঘরে আয় - একটু ত্বরা করি।।  



( অশক্ত, অসুস্থ শরীরেও, মা তখনো ভাবে সন্তানের কথা)
মা ছাড়া  প্রাণের  স্প ন্দ ন !