তোর প্রথম শাড়ীপরা, প্রথম সেজে ওঠা
আমার ভালোলাগা তোর বাসন্তী আঁচলে বাঁধা
মনের পলাশ বনে জাগে কুঁড়িদের হিল্লোল
বসন্ত পঞ্চমীর চাঁদ যেন আরো বেশী নির্মল
সাবধানে চলা, পা তুলে তুলে ফেলা
যায় কি চেপে রাখা, কুয়াশা কেটে ওঠা খুশীর এই বেলা।।


তোর প্রথম বেনী বাঁধা - গোলাপ গেঁথে নেওয়া
অঞ্জলি ভরা ফুলে, চোখ বুজে কত কিছু চাওয়া
সোনালি স্বপ্ন গুলো উঁকি দিলে মনে, ফিক করে হাসা  
আমার ভালোলাগা তাই ছুঁয়ে ছুঁয়ে যায় মুকুলিত করে আশা
ঝর্না ঝালরে উড়ায়ে আঁচল পথচলা  হৈচৈ কলরবে
দেখি আর ভাবি,  তোর ও মন কবে বসন্ত পূর্ণিমা হবে ।।  


দিন যায় আসে,  দুহাতে ভরা ফাগুনের ফাগ
বসন্ত বাতাসে ও মন রাঙিয়ে হয়ে যাবে সব এক
মন যদি বলে,  পায়ে পায়ে চলে শুরু হওয়া পথ
হোলেও উঁচু-নিচু, সময়ের পিছু পিছু এক হয়ে মত
মরু প্রান্তর - দুর্গম পাহাড়  বা বৈরী সাগর
ভীষন তো নয় কিছুই - বাঁধা হলে জীবনের খেলাঘর।।