জিরেন কাটের খেঁজুর রসে
নরম পাকে সুরভিত সূর্য ধোয়া সকাল
মাটিলেপা ঢেঁকির গড়ে হচ্ছে গুঁড়ো গন্ধ আতপ
কাটছে  দূপুর -বিকাল।।


শিল-নোড়াতে হচ্ছে পেশাই
ভেজা কলাইয়ের ডাল
নারকেল কোরা, ক্ষীরের পাক
যোগাড় যন্তের হাজার খসড়ায়
ব্যস্ত থাকেন মা ঠাকুমা বাড়ির আরো বড়ো
হপ্তা খানেক আগে থেকে- হলেও তাঁরা নাকাল
নিকানো সব মাটির ঘরে আলপনারই খেলা
নবান্ন কে করতে বরন হাজার কাজের মেলা।।


চিতই দিয়ে হবে শুরু, মুগের পুলি ভাজা
দুধ-কলাতে তেলের পিঠা, সাথে সরু চাকলি
ক্ষীরে ঠাসা রসের পুলি-পাটি সাপটা, পরে ভাপা পুলি
সবার শেষে আসল জিনিষ রস-বড়াতেই মজা।।


বাঙালির ভুতে ধরে, চাল গুঁড়িয়ে পিঠে করে
দুধে-গুড়ে হাত ডুবিয়ে হরেক রকম কর্ম
গরীব-গুর্বো সবার ঘরেই মৌতাতে এই আনন্দ
বাংলা ছাড়া জানে কেবা নবান্নের এই গন্ধ।।