বাসি রজনিগন্ধা গুলো তখনো ফেলা হয়নি
কুকুর গুলো আগের রাতের এঁটো পাতা ঘেঁটে চলেছে
আত্মীয় স্বজন সকালের চায়ে চুমুক দিয়ে মেতেছে গল্পে
কে ওঠাবে বাসি বিছানা তাই নিয়ে হাসা হাসি টিপ্পনি
বন্ধ দরজার ওপারে ডুবন্ত চাঁদ - নদীতে সরনা ভাটা
বেলা বাড়ে,  কৌতুহলী চোখ, তবু দরজা আঁটা।।


বিষ্ফোরন হয়ে গেছে চাঁদের পাহাড়ে, ইচ্ছেরা টুকরো টুকরো
বজ্রগর্ভ মেঘে ঢাকা সকালের আকাশ, তবে কি শেষের পূর্বাভাস
বোঝা যায়নি এত দিনের সম্পর্ক এ ভাবেই করবে নিরাশ
কারন জানা নেই, কেবলি কানে বাজে অশনির দীর্ঘশ্বাস
এ ল্জ্জা তার পৌরুষের - বিশ্বাসের ভরা নদীতে হটাৎ প্রমাদ
বার বার ভাবে কি করবে, ভাবে থাক, প্রেমের শেষ চাঁদ।।


একা থাকার দুর্নিবার ইচ্ছা অনেক গভীরে ছড়িয়ে -জড়িয়ে
ফুলের শয্যায় কাঁটার খোচা - আপদের সঙ্গ ছাড়বে কবে ।।