বিপদ :
এগুলে - পিছলে সবতেই  বিপদ
গুরু জনের দীর্ঘশ্বাস - প্রিয়তমার হা-হুতাশ
বেচারা - যাবে কোথায়, নিজেই নিজের করেছে সর্বনাশ ।।


যমের বাড়ী :
নূতন নূতন - ভাবে মনে কোথায় এলাম যখন তখন
যমের চ্যালা - ভুলিয়ে ভালিয়ে খোঁটা দেয় দুবেলা
ঝগড়া ঝাটি - কথায় কথায় কুমড়ো বঁটি
পঞ্চাশের পর - গুছিয়ে বসে যমরাজের ঘর
ছেলের বিয়ে -  শোধ তুলবে মালকিন হয়ে
চ্যালা তখন - কলুর বলদ শোনে বারন যখন যেমন।।


আসল কথা :
আশা ছিল - ভাগব নিয়ে আলাদা ফ্লাটে
গুলিয়ে গেল - বুড়ো - বুড়ির আহ্লাদে
একি মাল - এর চাইতে ঐ ভাল ছিল - পাড়ার দুলাল
দখলে কার - জমি গেল আমার, ওদের যত আবদার ।।


মেনি মুখো  :
চাপের রাত - বেঘোরে যায়, অমাবশ্যা বা পূর্ণিমা নেই ফারাক
বিছানা যেন - এপারে আমি ওপারে তুমি, মাঝখানে নোম্যান্স ল্যান্ড
শুধালে সখা -  নারে বেশ আছি, দিব্যি আছি, মনে ভাবে কপালে লেখা।।