কালের গর্ভে পুরানোটা, নূতন আসে আনন্দ উছ্বাসে
কোথাও স্ফুর্তির গাড় রং  অথবা অনেকটাই আপশোসে
ইচ্ছে গুলো বোতলে বন্দি,  মুখ খুলে হাসে শেষ রাতে
পোষাকে প্রজাপতি রং, আলোয় ঝল মল, কেউ জাগে ফুট্পাতে
সরকারি সাহায্য উৎসবে-আনন্দে, অভাগারা অপুস্টির অভিশাপে
চির অপরাধি,  জন্মের অভিশাপ ঢাকে  অবজ্ঞার প্লাস্টিকে।।


বিরাট ক্যানভাস, লক্ষ-থেকে-কোটি শিল্পী -বুদ্ধিমান বিদ্যজন
ধান্দাবাজ-রাজনীতিক-ধর্ষক-ধর্মের ধ্বাজাধারি শয়তান
হাতে তুলি - টন টন রং, সবাই চায় দাগ কাটতে আগে আগে
কে ভাবে কার কথা, এগুতেই হবে ঠেলে-ঠুলে কৌশলে-আবেগে
সবাই বলে ভালো থেক - মনে মনে সহযোগী নয়, প্রতিদ্বন্দী
ভেসে যায় বোধ- ন্যায়, বাধাহীন আরো পাওয়ার অভিসন্ধি।।


লোভের রেখা সদাই ঊর্ধগামী - ক্যানভাসে নিচ থেকে সটান উপরে
দূর থেকে বাকিরা দেখে - সাবাস ধ্বনি, ঠান্ডা বাসি ভাত উদরে
প্রতিদিন কেমন যাবে - চিন্তায় পন্ডিত-মৌলবী - পঞ্জিকার
দিস্তে দিস্তে কাগজে-গনক যন্ত্রে হিসাব - জোগাড় নিজের খাবার
দিন যায় - বাতাস ভরে যায় - নানা গল্পে -ঘটনায়, বাড়ে অশান্তি
হারার নেই বিরাম, কাঁদে অনেক, তবু মিলে যায় ক্যানভাসে ৩৬৫।।