এক সমাধি গোড় ঐ হৃদয় মাঝে
না বলা কথার মালায় সাজিয়ে দিও
ফেলে আসা দিন গুলোর স্মৃতির সাজে
স্মৃতির সমাধি গোড় শুধু হৃদয় মাঝে।।


ও মনের যমুনা যদি ভরে আঁখি জলে
বেদনার কুঁড়ি গুলো জাগে ফুলে ফুলে
নীরবেই সাজিয়ে দিও  নূতন সাজে
ফুলের সমাধি গোড় ঐ হৃদয় মাঝে।।


মন যদি বলে খুঁজে দেখ মোরে
বাতাসের কাছে জানতে চেও আর কত দূরে  
মেঘেরা দেবে আভাস আকাশ খুঁজে
বৃষ্টি সমাধি গোড় ঐ হৃদয় মাঝে।।


বাতাসে ভাসিয়ে দিও মুঠি ভরা ফুল
হয় যদি সে প্রেম আরো এক ভুল
সে ভুলেই উঠূক এই সমাধি সেজে
প্রেমের সমাধি গোড় ঐ হৃদয় মাঝে।।