শতরুপে প্রেম অজান্তে ফুল ফোটায়
রঙে রঙে জাগায় রামধনু মনের পাতায়
ঝরিয়ে হাসি রাশি রাশি প্লাবনে ভাসায়
শয়নে-স্বপনে দোলে মন প্রেমের দোলায়।।


প্রেমের পলাশ মনের দিগন্ত জুড়ে আগুন জালে
প্রজাপতি মাখে রঙ বেলা অবেলার প্রেম মখমলে
দুহাতে খুশীর কুঁড়ি, নাচে মন অদেখার খেলা ঘরে
একটা পল - যেন অনেক পাওয়া - বাঁধা ছন্দে সুরে।।


অনন্ত আকাশে কভু মেঘ হয়ে ভাসে - বেদনার দীর্ঘশ্বাসে
যত পেতে চায় - দূরে সরে যায় - কালের বজ্র নির্ঘষে
ম্রিয়মান হাসি - সুখের ছায়া যায় সরে - দগ্ধ তাপে
জানিনা কেন লুকাতে চায় মুখ - কোন সে অভিশাপে ।।


জীবন নদী শুকায়ে যায় - চর জাগে  চারিপাশে
সরে যায় জোয়ারের পানী - বন্ধ দুয়ার, প্রেম শিক্ত তিক্ত রসে
জীবন তবু পায়ে পায়ে চলে - দিশাহীন প্রত্যুষে
ভরেনা নরম আলোয় ভাঙা মন - সকাল হারিয়েছে নিরুদ্দেশে।।