নোঙর ফেলে নাবিক ক্ষনিক বিশ্রাম আশে
হোলে সে অনাহারী - কেউ না কেউ আসিবে বন্ধু বেশে
দুনিয়াদার সৃষ্টি করেছেন অনেক মন একই অবয়বে
কেন ভাব বন্ধু, হারাবে জ্যোতির রেবতী কৃষ্ণ গর্ভে।।


সতী-অসতী কেবল ইহ জগতের ভাবনার ফসল
আসিয়াছে কেবলি মানবের মনে বিশেষ কোন ক্ষনে
মহাজ্ঞানী-সেই মহাজন লেখেনি এ সকল।।


কর্ম করে মানবে - ফুল ফল ধরে জীবন শাখায়
কখনো বা কীট দষ্টা হয়ে - ঝরে যায় দেখি আগে
এ বিচার করিবে কে ? ধরে নিই যদি সবি তাঁরি মায়ায়।।


ক্ষণ কাল ভেদে সবাইকে ছেড়ে যেতে হবে এ ভুবন
মানবের বিচারে হোলেও সতী বা মহাবলে বলীয়ান
একই আলো-পানী-বায়ু-দানার আতিতেয়থায় বাঁচে
মহাবিচারকের কাছে ছোট নেই, নেই বড়, সবাই  সমান ।।