মুঠো মুঠো অক্ষরে নিস্তব্ধ রাতের গভীরে
বারে বারে লিখি - পড়ি  মনের মুকুরে
আঁকা-বাঁকা আঁচড়ে জাগে হাজার কথা
ফিরে ফিরে  আসে মনে সেই প্রথম দেখা
এ হৃদয় ভিজে ছিল সলাজ যে হাসিতে
এখনো কি জাগে তা গভীর সে আঁখিতে
বলনা সত্যি করে সেদিন কি চেয়েছিলে
ভরে দিতে এ হৃদয় কেবলি খেলার ছলে।।


কুড়ানো সে বকুল আঁচলে বেঁধে বোলেছিলে
গাঁথা হলে মালা - এ হাতেই দেবে জড়িয়ে
আশার আশায় দিন গুনেছি কত -স্বপ্নের মায়া জালে
শুকনো পাতার শব্দে বারে বারে তাই জেগে গেছি
তুমি আসবে বলেই - মনের দরজা খুলে রেখেছি
গেলেও শুকিয়ে সে বকুল - তাকেই যে ভালোবেসেছি।।