১। শীত
উত্তুরে বাতাস রঙিন পোষাক
মনমাতে চড়ুইভাতে  মুখে স্বাদ
নলেনের সৌরভে নবান্নের বাতাস
নরম রোদে হই চই দিন কাটে
পিঠে পুলি পায়েস বাঙালির পাতে।।


২। প্রেম
শ্রী পঞ্চমী তিথিতে নূতন প্রেম
নূতন  পাট ভাঙা -বেসামাল শাড়ী
আটো-সাঁটো শাষন  করে শুধু আড়ি
একটু মুচকি হাসি - বাঁকা চাওয়া
হৃ্দয়ে বসন্ত,  নিকসিত হেম।।


৩। নবান্নের সুখ
চাল গুঁড়ো - খেঁজুরের গুড় -নারকেল
মায়ের হাতে - ত্রয়ীর মিলনে হয়ে ওঠে
নবান্নের সুখের ভোজন যাদুকরি মিরাক্কেল।।


৪। কষ্ট
কোট-প্যান্ট মাফলারে - বাবু-বিবি সফরে
ফুটপাতে - দিন যদিও যায় চলে
সন্ধ্যায় - খড় জালা আগুনে ঊষ্ণতা মেলে
ফুটপাতে রাত কাটে - ছেঁড়া চটে ঢেকে
দীর্ঘশ্বাসে - জমে যাওয়া ঠান্ডায় কখন সূর্য ওঠে।।