পলাশ রাঙা ঠোঁটের কোলে
মায়াবী হাসির ঝিলিক
ভরাতে দাওগো এ মন
আরো নাহয় থাকলে খানিক


সূর্য গেলে পাটে
আঁধার মোটেই হয়না তাতে
আলো-আঁধারের গোপন খেলায়
আকাশ আরোই রঙে মাতে


এসোনা খেলার ছলে
ভাসাই এ মন নদীর কুলে
প্রাণের টানে হৃদয় মেলে
হারিয়ে যেতে যেতে গেয়ে গান হেসে খেলে


হারিয়েই যায় যদি পথ গোধুলির অবসানে
ছায়াপথের আলোয় তারে খুঁজি এসো সংগোপনে
জোনাকির সাথে সাথে গায়েতে আঁধার মেখে
জানতে চাইবে নাকি জীবনের হাজার  মানে।।


০২।১১।১৪
কোলকাতা।