ঢেউয়ের আঘাতে আঘাতে ক্ষয়ে যাওয়া বালির বাঁধ
গভীর ক্ষ্ত নিয়ে আজো পড়ে আছে সকাল সাঁঝ
প্রতিটা দিন যেন এক প্রাগঐতিহাসিক  সময়
মুখ থুবড়ে পড়ে আছে স্মৃতি - হয়ত নয় মনোময়।।


জীবনের ঘাটে ভেড়েনি এখনো পারের খেয়া
সচল দিনলিপী আপন ছন্দে -চলছে দেওয়া নেওয়া
নিয়মের বেড়াজাল - অগনিত ফাঁসের হাসা হাসি
তবু বয়ে চলে ধারা নিরবধি - হলেও তিক্ত -বাসি।।


সবুজ হারিয়ে জাগছে  শীতল হলুদের আবরন
কোটরে-বাসায় জীবন, ডানায় মুখ গুঁজে গোনে ক্ষন
দুফোঁটা অশ্রুর গভীরতায় অবাক সুগভীর নির্বাক রাত
আশা বলে, কিছুই রবেনা তোমার, অন্তত এইটুকু থাক।।