বোধন থেকে বিসর্জন বেশতো গেল কেটে
ঘটেনি যে কিছুই তেমন তা নয়তো মোটে
বলিস গিয়ে কৈলাশেতে এই ধরাধামের কথা
অনেক দূরে থাকিস বলে নেইকি মাথা ব্যাথা
ব্রহ্মাটারে বলিস মাগো যেন সৃষ্টিতে দেয় ভাটা।।


সভা একটা ডাকতে বলিস ভোলা মহেশ্বরে
সর-জমিনের রির্পোটটা দিস পক্ষপাত না করে।


ভক্তির থালায়  শূন্য শূন্য,  থিমের ঘরেই সব
টাকার অভাব নেই এখানে  বেজায় কলরব
ফলাহারে হাজার পাঁচেক, পুরুত বাবুর আট
বাকি গুলোর জানলে বহর বলবি বালাই ষাঠ ।।


গুড়জল আর খবার দাবার ! নেই পরোয়া লাখ
আসল নকল সবই সমান, লেবেল থাকলেই মাত
তোর গৌরবর্ণ বদল হয় মন রাখতে দলের
নিন্দা-মন্দর করলে বিচার,  টান পড়বে মালের।।


দশ হাতে আর হবেনা মা, অন্য কিছু ভাবিস
ব্যাক ডেটেড ঐ অস্ত্র-শস্ত্র ! বলছে সব্বাই রাবিস
বদলটাও এজেন্ডাতে রাখিস ভেবে চিনতে
খামচাতে চায় সব্বাই যখন ফল হবেনা চিমটে।।


এক অসুরে করতে বধ পেয়েছিলি দশ হাত
অসভ্যতা-শব্দ অসুর, ভীষন আরো বিসর্জনের নাচ
হার্টের রোগী ভিরমি খায় বসে ঘরের কোনে
যারা তবু ভালথাকে, নিশ্চই খাটো কানে।।


গাঁজা-ভাঙে হয়না কিছুই, হাসিস-চরস মধ্যম
ককটেলেতে কোমর দোলে - চোলাই হলে মোক্ষম
মাসির মাসি,  বিন্দু মাসি এখনো আছে বেঁচে
জালিয়ে কুপি রেলের পাড়ে, ব্রিজের তলায়
আনছে মানিক মুক্ত কত গভীর সিন্ধু সেঁচে।।