সদ্য ফোটা কাশে তখনো রুপালি চিকন পাখনা মেলছে
আপাত নিরীহ বহমান ধারা ধুয়ে নিয়ে যায় চুপে চুপে
চোরা স্রোতের বুকে নিজকে বিলায় আলগা বাঁধন
পাড় ভাঙছে, ভাঙছে অনেক আশায় জেগে থাকা মন।।


জীবনের বিস্তীর্ন পথে বয়ে চলে আশা, চোরা স্রোতের আবহে
অনেক অনেক দূরে মাটিরা ধুয়ে গেলে হয়ত বা ভেসে ওঠে
রঙ হারানো - কিছু পচে যাওয়া ঘাসের ডাঁটা - জঞ্জাল
স্রোতের বিছানায় শুয়ে শুয়ে আকাশ দেখে হলেও হৃদয় চঞ্চল।।


প্রতিদিন-প্রতি ঘন্টায় -প্রতি পলে শুধুই পাড় ভাঙার শব্দ
কান পেতে শুনে যাই কে যেন বলে যায় নিরবিচ্ছিন্ন নয়, এ অখন্ড
রোদ মাখা নীল আকাশ ঢাকে ঈশানের কালো মেঘে
পায়ের নীচে সেই মাটির আস্তরন ভাঙার অপেক্ষায় থাকে।।




( বেশ কিছু সময় আসরে আসতে না পারায় ও সকল প্রাণপ্রিয় ব্ন্ধুদের লেখা না পড়তে পারায় মন ভীষন খারাপ। তবুও সকল ব্ন্ধু, পাঠক
ও অন্যান্য সবাই কে আমার আন্তরিক শারদ শুভেছা, সবাই খুব
ভালো থাকুন)