তোদের  প্রজাতি নাকি একমাত্র তোষামোদি
যা পেয়েছিস বিধাতার করুণায় অনন্ত কাল নিরবধি
মানিনা, এ অধিকার তোদের একার, এবার হারাবোই
এত সুবিধা পাস তোরা তো শুধু লেজ নেড়েই ।।


আমাদের ক্ষুরধার বুদ্ধির কাছে, তোরা হেরে যাবি
শুনে রাখ কান খুলে, ভেবে দেখ কদিন বাদে আর কি খাবি
মনিব তোকে বিছানা থেকে নামিয়ে দেবেই, তখন কোথায় শুবি
শিক্ষার-সহযোগে বুদ্ধি দিয়ে আনুগত্য দেখিয়ে তোর চেয়ে,
হবোই হবো অনেক বড় সহযোগী, হারাবোই, তোরা হেরে যাবি।।


তোরা তো জানিস কেবল একটাই শব্দ - ডেকে ডেকে হয়ে যাস জব্দ
মুখেতে মাখন মাখিয়ে শুধু চেটে দেব চুপ চাপ, তাতেই দাম পাবো
একবার লেগে গেলে লঠারি, যা কিছু দরকার সব দখলে নেব
জীবনের সব সাধ পুরিয়ে নিয়ে,  সুযোগে মুখটা একটু ঢেকে
সত্যের আবরনে পুরো দিন রাত  নির্ভেজাল মিথ্যা দৃঢ় চিত্তে
উপহার দিয়ে যাব, দেখিস ঠিক হারিয়ে দেব।।