সেই সকাল থেকেই তোমার মুখ ভার
শরীর টা ভালো নেই, ক্লান্তির কাছে শুধু হার
মাঝে মাঝে আড়মোড়া ভেঙ্গে একটু তাকাই
দেখি, গুমরে আছো এখনো, ঊষ্ণতা, হাসি, কিছুই নেই।।


সময় কাটে ধীর লয়ে, কিছুতেই লাগেনা ভাল
চোখ বুজে, নিভৃত অন্ধকারে খুঁজে যাই একটু ঊষ্ণতা - আলো
কখন যেন সন্ধ্যা নেমেছে বুঝিনি, শূণ্যতায় ছেয়ে আছে মন
অভ্যাসের চায়ে চুমুক, শুনতে পেলাম কলার পাতায় ঝন ঝন।।


বারান্দায় চেয়ার টা শূণ্যই ছিল, এগিয়ে গেলাম
চেনা ছন্দে, গন্ধে মন মাতালে, তোমাকে পেলাম
তারপর... শুধুই চেয়ে থাকা, অপরুপ রুপ সুধা আকন্ঠ পান
মনের চরাচরে বিলাসি ও রুপের গুঁড়োয় অনাবিল স্নান।।


নীরব নিশিকে লুকিয়ে, বিছানায় শুধুই তোমাতে জড়িয়ে থাকা
দুরন্ত দরিয়ায় মুঠো ভরে, তোমাকেই ভিজিয়ে দেওয়া
ভেসে যেতে যেতে অস্ফুটে কথা বলা, প্রেমডোরে বাঁধা পড়া
যতক্ষ্ন জেগে ছিলে, খুশীর চুম্বনে হৃদয়ের পাড় গড়া।।