একটু সত্য, অনেক আশা, জীবন যেখানে দিগন্তে মিশেছে
সবুজ বনানীর পথে পথে মন, কেবলি তাকে খুঁজে ফিরেছে
হয়ত পাবে, এই প্রেরনাই বৃস্তিত পথের ছায়া হয়ে ডেকেছে
প্রতি মুহুর্তে এইতো আছি,  শোনার অপেক্ষায় থেকেছে।।


জেনেছে জীবন জ্যামিতির রেখা, বেশীটাই যায়না মেলানো
টেনে টুনে যদিবা মেলানোর চেষ্টা সেখানে অ-সুখ ছড়ানো
বৃষ্টি নেই, বাতাস নেই, মাঝের সময় ধুলো ঝড়ে অস্থির
বন্ধ মনের দরজায় দাঁড়িয়ে ভালবাসা, চাপা শ্বাস স্বস্তির।।


গোধুলির আগে, তবুও আশার আবেগে তাকায় পিছন পানে
যদি চর জাগে ভাটার টানে, পাড় ভাঙা নদীর কোন খানে
রোপিবে প্রেমের বীজ আরো এক বার, শুধরাতে ভুল
হয় যদি হোক আরো ভুল, হলেও হোক সে কাগজের ফুল।।