চাপ চাপ আশা নিয়ে অন্ধকারেই সহবস্থান
কবে যে আলো দেখেছিল তা ওর অজানা
কত বসন্ত পেরিয়ে আজ পরিনত - জানেনা
কুঁড়ি ধরার আগেই, দেখেছে ছেঁড়ার অস্থিরতা
সূর্যের আলোয় জনারন্যের মাঝেও দেখেছে মত্ততা
জোড়া জোড়া চোখের আগুনে ঝলসানো ইচ্ছা
অনুভবে ফোটার আগেই অজান্তে ঝরে যাওয়া
এক টুকরো কালো প্লাস্টিক - জীবনের আচ্ছাদন ।।


সেই যখন ফুটপাতে খেলত, ছিল ঐ উদলা আকাশটা
যেখানেই যায় সঙ্গে থাকে, একটুও পাল্টায়নি
সব্বাই কে চেনে, ব্যাথার ফুল ছিঁড়েছিল যে মহামুনি
তারপর - বহমান, এখানে যারাই থাকে সবকটা
ভাল্লাগেনা সকাল, শুধুই আলো আলো, সবই তো চেনা
অন্তত যদি পেত একটু নির্জনতা, ঘুমকে যেত কেনা।।