সুবিশাল শীততাপ নিয়ন্ত্রিত সভাকক্ষ
প্রতিটি কেদারায় জ্ঞানী প্রতাপশালীগণ উপবিষ্ট
সাথে সুবেশা আপ্ত সহায়ক গন সকলেই অতি বুদ্ধিমতি
সভার বিষয়, কি ভাবে হবে জনসংখ্যার নিয়ন্ত্রিত গতি।।


পেশ হয় সার্ভে রির্পোট, নানা পরিকল্পনার নূতন জ্ঞান
কোথাও বলা  দিন গুনে গুনে, কোথাও কন্ডমের ফরমান
মিলবে ঔষধ ২১ দিনের অথবা লুপ ভুলোনা বিবি জান
তাতেও যদি না হয় করাতেই হবে গিট বাঁধার অপারেশন ।।


কর্মীরা নামে, বাড়ী বাড়ী ঘুরে বিলায় অস্ত্র সারা বেলা
হাসা-হাসি, ঝগড়া-ঝাটি, নিত্য দিন অ-সুখের গান
মুরুব্বির পরামর্শ যদি এই ভাবে চলে জন্মাবে কি ভাগ্যবান
কোথাও বা ফুলিয়ে বেলুন বিস্তর হাসা-হাসি, চলে খেলা।।


এল টাকা, গিট বাঁধালে বীর্য নালী পাবে একশত
স্বাস্থ শিবির হল খোলা শিক্ষাঅঙ্গনে প্রাথামত
সামাজিক লজ্জা - বাড়ীর গঞ্চনা তবুও কি ছাড়া যায় অর্থ
চুপি চুপি নাম লেখায় সদ্যবিবাহিত থেকে ষাটউর্ধো।।


ধর্ম-কর্ম সামাজিক ভয়, এসবেই অধিকার গরীবের
জীবন এখানে অন্য রকম - নেই কোন এ্যানাটমি
যখন যেমন, যদি কিছু আসে হাতে করালে ভ্যাসেক্টমি
উপরি পাওনা নিশ্চিন্ত সহবাস, হলেও বা তার রকম ফের।।  


টারগেট দেওয়া আছে, শুরু হল ফড়েদের কারবার
মাথা পিছু  ৩০ টাকা, প্রতি খেপে বারে বারে একই মুখ
সংসার চলে, বউ বলে ঠিকই তো আছে নেইতো অ-সুখ
ধীরে ধীরে এল চেতনা, বেশী বাচ্ছার নেই দরকার।।