এখানে শুরু নেই, সমীকরণ একটাই -  শেষ
জীবনের পথে পথে ঘোড় দৌড়, নূতন লক্ষ
ডাকে প্রতি নিয়ত, টপকে যাওয়াই মোক্ষ
সময় কোথায়- ভাবার - এক চুমুকেই কাটছে বেশ।।


বন্ধন নয়,  নয় অবকাশ, টানা-টানি জীবন -বেহিসাব  
সামান্য এদিক-ওদিক! টান গলায় লাগানো ফাঁসে
একফোঁটা সুখ কিনতে  তামাদি মন নিভৃতে কাঁদে
গোটা চাঁদ পুব থেকে পশ্চিমে, পড়ে আছে রাতের শব।।


কষ্টে জমানো আশাগুলো হয়েছে গুঁড়ো গুঁড়ো- সম্মুখেই
ধূ-ধূ বালুচরে স্থবীর মন - ইচ্ছে চাবুকের আস্ফালন
উজান স্রোতে এক বৈঠায় বাওয়া সেও বা কতক্ষণ
তবুও দেখাতে হবেই সাহস, লক্ষ শেষ এক চুমুকেই।।